• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আলোচিত নুরু খা হত্যা মামলার প্রধান আসামীদের এলাকায় শোডাউন এলাকায় আতঙ্ক

  • ''
  • প্রকাশিত ১৯ এপ্রিল ২০২৪

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপা চরকাজল ইউনিয়নের আলোচিত নূুরু খান হত্যা মামলার প্রধান আসামী রনি ভূয়ায়াঁ বড়চরশিবা এলাকায় তার অনুসারীদের নিয়ে যখন-তখন প্রকাশ্যে শোডাউন করে এলালায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি ও নূরু খান হত্যা মামলার বাদী পরিবারের উপর হামলা সহ গলাচিপা থানায় একাধিক সাধারণ ডায়েরি করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মোঃ আলী ও নিহত নূরু খানের পরিবারের কাছ থেকে জানা যায়, আলোচিত ভূইয়াঁ বাহিনীদের তাণ্ডব বড়শিবায় জনসাধারণ প্রায় সময়ে আতঙ্কে বসবাস করে আসছে। এছাড়া হত্যা মামলার চিহ্নিত আসামী মন্নান ভূইয়া ও তার সাত ছেলে, চুন্নু ভূূইয়াঁ, মনির ভূূইয়াঁ, রাহাত ভূইয়া, আহাদ, ভূইয়া, রাহাত ভূইয়া সহ তার সকল সন্ত্রাসী বাহি হত্যা মামলা সহ একাধিক মামলার পলাতক আসামীরা পুলিশের চোখ ফাঁকি দেয়ে এলালায় জমি দখল, তরমুজ চাষিদের উপর চাঁদা দাবি, জবরদখল, স্লুইসগেট বাজারে আতঙ্ক ছড়িয়ে, শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেয়া দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে এলাকায় ভিতি সঞ্চার সৃষ্টি করে বেড়াচ্ছে।

আমরা জনসাধারণ প্রতিনিয়ত'ই হামলার শিকার হচ্ছি। জীবনের নিরাপত্তা চেয়ে, তাদের বিরুদ্ধে আমরা নির্যাতিতরা গলাচিপায় থানায় গত ৮ এপ্রিল ২০২৪ তারিখে সাধারণ ডায়েরী করেও নিস্তার পাচ্ছিনা। ভূূইয়াঁ বাহিনীর আতঙ্কে বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প থাকলেও কোন কাজ হচ্ছে না। দিন দিন আরো বেপরোয়া হয়ে হত্যা মাললা তুলে নেয়ার জন বহুবার হুমকি ধামকি হামলা এলাকায় প্রকাশ্যে শোডাউন দিয়ে জনমনে ভিত তৈরি করছে, এযেন জনসাধারণ প্রশাসন ভূূইয়াঁ বাহিনীদের জিম্মি! তারা আরো বলেন, এ ঘটনায় সন্ত্রাসী ভূূইয়াঁ বাহিনীদের হামলার শিকার মোঃ মেহেদী হাসান বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে রনি বাহিনীর বিরুদ্ধ গলাচিপা থানায় গত ১৬ মার্চ ২০২৪ ইং তারিখে একটি সাধারণ ডায়েরী করেন, যার ডায়েরী নম্বর ৬৫৯।

এছাড়া এক'ই ঘটনায় সাহিদা আক্তার বাদী হয়ে ২৯ মার্চ ২০২৪ইং তারিখে একটি ডায়েরী করেন, যান নং ১১৭৩, এবং এক'ই ঘটনায় ভূঁইয়া বাহিনীর বিরুদ্ধ চলতি মাসের ১০ এপ্রিল ২০২৪ইং বুধবার বড়চরশিবা স্লুইসগেট বাজারে হামলার ঘটনায় আবারো মোঃ আলী বাদী হয়ে গলাচিপা থানায় সাধারণ ডায়েরী করেন, যার নম্বর ৩৮৮।

এবিষয়ে গলাচিপা থানার ওসি মোঃ ফেরদৌস আলম খান বলেন, চরকাজল ইউনিয়নের বড়চরশিবা বাজার'টি ভোলা জেলা বর্ডার সিমানা হওয়াতে আসামীরা আত্মগোপন থেকে এ অপকর্ম গুলো করছে বলে আমাদের ধারনা। সে অনুযায়ী পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম পিপিএম বিপিএম এর নির্দেশে বড়শিবা স্লুইসগেট বাজারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। এছাড়া এলাকার জনসাধারণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা নিয়োন্ত্রনে রাখা এবং আসামীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসন সর্বক্ষণ কাজ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads